বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে স্পেনের আগ্রহ

শেয়ার করুন          বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। এ জন্য একটি এমওইউ স্বাক্ষরেরও প্রস্তাব করেছেন দেশটির (ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক) পরিবহনমন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজ। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে স্পেনের পাসেও দে লা কাসতেয়ানায় অবস্থিত ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশটির ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক পরিবহনমন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজের সঙ্গে সাক্ষাৎ করেন  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুই দেশের মন্ত্রী পর্যায়ের প্রথমবার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই স্পেনের মন্ত্রী বাংলাদেশের রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান এ বৈঠকে অংশ নেওয়ার জন্য। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন … Continue reading বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে স্পেনের আগ্রহ